ভারতে ঐক্যের অভাব রয়েছে, মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের

জাতীয়
nobel laureate economist amartya is anxious to see the current situation in the country
রাইজ়িং বেঙ্গল নিউজ় ব্যুরো: ঐক্যের অভাব রয়েছে ভারতবর্ষে। এমনটাই মন্তব্য করলেন নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতের এই পরিস্থিতির জন্য তিনি যে উদ্বিগ্ন, তাও তিনি স্পষ্ট করলেন। বৃহস্পতিবার দুপুরে, অমর্ত্য সেন রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে এসে সাংবাদিকদের মুখোমুখি হন নোবেল জয়ী অর্থনীতিবিদ। তিনি বলেন, আমাদের সকলকে জাতি হিসেবে বিভক্ত করা হচ্ছে।
ভারতের বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জানান, ''এত বড় বিপদে বিচার বিভাগ হয়তো কিছু করতে পারবে।'' তিনি তাঁর বক্তব্যে জানান, ভারসাম্যের অভাব দেখা যাচ্ছে, দেশের গণতন্ত্রের তিনটি স্তম্ভের মধ্যে। ক্ষমতা দখলের জন্য সকলে ভোট-রাজনীতিতে মত্ত। তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতার কথা তুলে বলেন, ''এক সময়ে নালন্দা বিশ্ববিদ্যালয়ে যুক্ত হয়েছিলাম। ২০১৪ সালের ভোটে পট পরিবর্তনের পরে পরিস্থিতি পাল্টে গেল। শিক্ষা ব্যবস্থা শুধু হিন্দুত্বের ধারা মেনে চলতে পারে না।''
প্রসঙ্গত, অমর্ত্য রিসার্চ সেন্টার উদ্বোধন করার পর তিনি যোগদান করেন ব্যাক টু স্কুল শীর্ষক আলোচনায়। সেখানে ছিলেন কে শ্রীনাথ রেড্ডি, অনিতা রামপাল, একে শিবকুমার সহ প্রমুখ ব্যক্তিরা। সেখানে নোবেলজয়ী অধ্যাপক জানান, ''স্কুল ব্যবস্থা ভেঙে পড়া বা ভাল স্কুল না-থাকা বিরাট সঙ্কট। তা গোটা দেশের জন্যই সম্ভাব্য বিপর্যয়। কিন্তু আমার সব থেকে বড় ভয় অন্য। গোটা দেশেই ভাঙনতন্ত্র চলছে। বিভাজনের হুমকিকে ভয়ের কারণ আছে। স্কুলপাঠ্য রবীন্দ্রনাথ, নজরুল, কবীর, দাদূ বা তুলসীদাসের পথ থেকেও আমরা দূরে সরে আসছি।''
তিনি আরও জানান যে, ''এ দেশের সাহিত্য, স্থাপত্য, চিত্রকলা, গানবাজনা, নাচ সবেতেই এই যুক্ত সাধনা। তাজমহল থেকে রবি শঙ্কর, আলি আকবর খানের সৃষ্টি— একই বিষয়! ভারত শুধু হিন্দুদের নয়! সবাইকে নিয়ে চলাই আমাদের ঐতিহ্য।''
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.

ট্যাগ্স