নতুন অশোক স্তম্ভে গর্জন সিংহের, ‘এত হিংস্র কেন’, জাতীয় প্রতীকের অবমাননার অভিযোগ তৃণমূলের

রাইজ়িং বেঙ্গল নিউজ় ব্যুরো: সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অশোক স্তম্ভের উদ্বোধন করেছেন সেন্ট্রাল ভিস্তার মাথায়। নতুন এই অশোক স্তম্ভটি তৈরি করা হয়েছে ব্রোঞ্জ দিয়ে। এদিকে, নতুন এই অশোক স্তম্ভ উদ্বোধন করার পর থেকেই জাতীয় রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। বিরোধীরা প্রধানমন্ত্রীকে অভিযোগের কাঠগড়ায় তুলেছে। এর কারণ, প্রধানমন্ত্রীর উদ্বোধন করা অশোক স্তম্ভের সিংহের শ্বদন্ত দেখা গিয়েছে। আর এই বিষয়টিকে ঘিরেই বিরোধী দলগুলি প্রশ্ন তুলেছে, মোদী সরকারের কাছে।
— Mahua Moitra (@MahuaMoitra) July 12, 2022
বিরোধীদের বক্তব্য, ১৯৫০ সালে সারনাথের অশোক স্তম্ভকে নেওয়া হয়েছিল জাতীয় প্রতীক হিসেবে। কিন্তু সারনাথের অশোক স্তম্ভের সিংহগুলির প্রতিকৃতি অনেক শান্ত ও সৌম্য। কিন্তু নতুন সংসদ ভবনের ছাদে বসা জাতীয় স্তম্ভের সিংহগুলির মুখ হিংস্র প্রকৃতির। বিরোধীরা কটাক্ষ করে জানিয়েছেন, এই অশোক স্তম্ভের সিংহগুলি আদতে মোদী সরকারের প্রতীক। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও টুইট করেছেন এই বিষয়টিকে ঘিরে। যদিও, তিনি কোন মন্তব্য রাখেননি। তবে পুরনো অশোক স্তম্ভ এবং নতুন অশোক স্তম্ভের দুটি ছবি পাশাপাশি শেয়ার করেছেন। অন্যদিকে, কেন্দ্রের এই প্রতীক বিতর্কে ব্যাপক সমালোচনা করেছেন আইনজীবী তথা সমাজকর্মী প্রশান্ত ভূষণ। টুইট করে তিনি জানিয়েছেন, 'এটাই হল প্রধানমন্ত্রীর নতুন ভারত।'
The solo show of unveiling the national emblem by PM @narendramodi Ji, has already drawn a flurry of questions including constitutional propriety, let alone democratic values. We are all familiar with our PM's "#Who_Cares_Whom" attitude.
— Adhir Chowdhury (@adhirrcinc) July 12, 2022
আম আদমি পার্টির রাজ্যসভার সদস্য সঞ্জয় সিংহ টুইট করে লিখেছেন, ''আমি ১৩০ কোটি ভারতীয়ের কাছে জানতে চাই, জাতীয় প্রতীক বদলে দেওয়ার এই চেষ্টা কি দেশদ্রোহ নয়!'' ওদিকে, তৃণমূলের রাজ্যসভার সদস্য এবং প্রসার ভারতীর প্রাক্তন প্রধান জহর সরকার অশোক স্তম্ভের পুরনো এবং নতুন ছবি শেয়ার করে লিখেছেন, ''জাতীয় প্রতীকের অবমাননা। বাঁ দিকে আমাদের আসল প্রতীক। রাজকীয় অথচ কমনীয় সিংহ। মোদীর সংস্করণটি অকারণ উগ্রতায় পরিপূর্ণ। অবিলম্বে এটি বদলানো দরকার।'' অধীর চৌধুরী লিখেছেন, ''নরেন্দ্র মোদীজি, দয়া করে সিংহের মুখটি পর্যবেক্ষণ করুন৷ এটি মহান সারনাথের মূর্তি বিকৃত সংস্করণের প্রতিনিধিত্ব করছে কিনা দেখুন। যদি প্রয়োজন হয়, তবে এটি সংশোধন করুন।''
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.