মথুরা আক্রমণে সুলতান মামুদ

ভারতের ইতিহাস
sultan mahmud attack on mathura
ভগবান কৃষ্ণ-বাসুদেবের জন্মস্থান হিসেবে পরিচিত হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র প্রাসাদ নগরী মথুরা। সারা বছর বহু হিন্দু সাধু-সন্ন্যাসীদের বাস এখানে। এছাড়া সারা বছর ধরে তীর্থযাত্রীদের আসা-যাওয়া লেগেই থাকে এ শহরে।
মথুরার স্থাপত্য দেখে বিস্মিত মামুদ। হিসেব কষে দেখলেন, এ রকম একটি সুন্দর নগরী তৈরি করতে দরকার হবে দুশো বছরের শ্রম ও দশ কোটি দিনার। এরপর বিস্ময়ের ঘোর কাটতেই সৈন্যদের মথুরাকে ধ্বংস করার আদেশ দিলেন মামুদ।

ঐতিহাসিক উইল ডুরান্ট জানাচ্ছেন, ---

"...He expressed his admiration for the architectre of the great shrine, judged that its duplication would cost one hundred million dinars and the labour of two hundred years, and then ordered it to be soaked with naphtha and burnt to the ground."---The Story of Civilization, Page-460: Will Durant.

ধ্বংস করে দেওয়া হলো মথুরার সমস্ত মন্দির, অট্টালিকার সারি, লুঠ করা হলো বিপুল রত্নভাণ্ডার। মথুরার বিখ্যাত ৯৮৩০০ মিসকাল ওজনের ( ১ মিসকাল হচ্ছে ১ সেরের একের ৬০০ ভাগ) খাঁটি সোণার একটি বেশ বড়ো মাপের বিগ্রহ ছিল। সুলতানের আদেশে ভেঙে দেওয়া হলো সেটি। আর ছিল ৪৫০ মিসকাল ওজনের একটি পদ্মরাগ বা নীলকান্ত মণি। এসব কিছুই সুলতানের রত্নভাণ্ডারকে সমৃদ্ধ করেছিল।

এ বিষয়ে "তবকৎ-ই-আকবরী"-তে জানাচ্ছেন খাজা নিজামুদ্দিন আহমেদ, ---

"...When the Sultan arrived in this city no one came forward to give him a battle; and the Sultan's army completely destroyed the city and burnt the temples and obtained boundless wealth. There was one golden idol, which was broken up under the orders of the sultan, which weighed 98, 300 Miskals of pure gold. They found a precious stone the weighed of which was 450 Miskals."----Tabaqut-I-Akbari, Vol. I, Page-11: Khwajah Nizamuddin.

সুলতান মামুদের ভারত আক্রমণের মূল্যায়ন করেছেন তাঁর দরবারের ঐতিহাসিক আল্-বিরুণী। তিনি লিখেছেন, ---মুসলিম অধিকৃত ভূখণ্ডের হিন্দুরা ধূলিকণায় পরিণত। ...হিন্দুরা তাদের সন্তানদের আমাদের সম্পর্কে, আমাদের পোশাক ও আচরণ নিয়ে ভয় দেখায়। তারা আমাদের শয়তানের সন্তান বলে এবং যা কিছু করে থাকি, সেসব কিছুকেই ভালো ও ন‍্যায‍্য কাজের উল্টো ভাবে।
----জিহাদ: এম. এ. খান, পৃষ্ঠা-১১২-১১৩.
অর্থাৎ, সোজা কথায়, সুলতান মামুদের সময় হিন্দুস্থানের হিন্দুরা তাদের ছোট ছোট ছেলেমেয়েদের মুসলিম আক্রমণকারীদের নাম করে ভয় দেখিয়ে শান্ত করতো।
সুলতান মামুদের নৃশংস আক্রমণ ও গণহত্যার ফলে উত্তর ভারতের পঞ্জাব অঞ্চলটি গজনীর দখলে চলে গিয়েছিল। তবে সুলতান মামুদের মৃত্যুর একশো বছর পর যখন ঘোর রাজ‍্যের শাসক আলাউদ্দিন হাসান গজনী আক্রমণ করে তাকে জ্বালিয়ে পুড়িয়ে প্রায় শ্মশানে পরিণত করেছিলেন, তখন গজনীর সুলতান বেরহাম গজনী অধিকৃত ভারতের লাহোরে পালিয়ে এসে আত্ম‍রক্ষা করেছিলেন।
ওদিকে ভারতের অগণিত ধন-সম্পদ লুঠ করে সুলতান মামুদের সাজানো সাধের গজনীতে ঘোর শাসক আলাউদ্দিন হাসানের নির্দেশে চললো সাতদিন ধরে গণহত্যা, শেষে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হলো গজনী শহরকে। ভারত থেকে লুঠ করা সম্পদে সাজানো সুলতান মামুদের সাধের সাজানো গজনী শহরের অপমৃত্যু ঘটলো এভাবেই। এভাবেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেই থাকে বার বার।

তথ্যসূত্র:

1) The Story of Civilization: Will Durant.
2) জিহাদ (বাংলা অনুবাদ, প্রকাশক: শামসুজ্জোহা মানিক, ঢাকা, বাংলাদেশ): এম. এ. খান
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.