‘যারা গোমূত্র খাওয়াত, তাঁরাই আজ আমার পক্ষে’, ফেসবুকে লিখলেন বাবুল

রাজনীতি
babul supriyo came back in facebook
রাইজি়ং বেঙ্গল নিউজ় ব্যুরো: বেশ কয়েকদিন ধরেই বাবুল সুপ্রিয় সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলেন না। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তারপরে, আসানসোলের সাংসদ পদ থেকে পদত্যাগ এবং বালিগঞ্জে উপনির্বাচনে দাঁড়ানো ও সেখানে জয়ী হওয়া। এইসবের মাঝেই তাঁকে বিভিন্নভাবে মানসিক টানাপড়েনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, বহুবার তিনি এমনটা বিভিন্ন মন্তব্যের মধ্যে দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। এবারটাও, সেটার ব্যতিক্রমী হল না। সম্প্রতি তিনি নিজের ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্ট করেন। সেই পোস্টকে কেন্দ্র করেই তিনি আবার খবরের শিরোনামে।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, “অনেকদিন বাদে Facebook-এ login করল আজ। কয়েকটা পক্ষে-বিপক্ষে পোস্ট পড়ব, মনে হলে জবাব দেব - এইটুকুই !! Facebook-এ মানুষ তাদের মনের ভাব লিখবে, ভালোবাসা ঘৃনা বিরোধ সবই করবে - করুক না • Social Media-র spaceটাই তো তার জন্য। ভাষা বা বলার ভঙ্গী খুব খারাপ না হলে আমার Team কারোকে block করতো না।
বিজেপি তে থাকাকালীন বিরোধীরা বালতি বালতি গোমূত্র খাওয়াতো আর দাঙ্গাবাজ বলেই গালাগালি করতো - আসানসোলে প্রচুর কাজ করে দ্বিতীয়বার তিনগুন বেশি ভোট জেতার পরও যারা বলার তারা কটু কথা বলেছেন, 'কি করেছেন আপনি আসানসোলের জন্য? ' জিজ্ঞেস করেছেন। এখন তাঁরাই আমার পক্ষে - বিপক্ষ বদলে গেছে। কি এসে যায় বলুন তো? 'Kuchh toh log kehenge' গানটা বেশ ভালো গাই আমি Bhalo thakben..
Back to doing work for the people, both unfinished work of Asansol & fresh new work for Ballygunge। বিজেপি বেইমানি করেছে আমার সঙ্গে - 8 বছরে এজ বাঙ্গালীকেও cabinet-এ জায়গা দেয়নি। প্রতিবাদ করার সাহস/শিরদাঁড়া আছে, করেছি। বড়ো বড়ো নেতাদের বাড়িতে বসে, তাদের দেওয়া মিষ্টি-আম খেতে খেতে মাথা উঁচু করে বলেছি 'অন্যায় করেছেন আমার সাথে - বাঙ্গালির সাথে - বিজেপি আমি আর করবনা'। অনায়াসে আসানসোলের সাংসদ পদটাও ধরে রাখতে পারতাম - wellwisher-দের হাজার বারণ সত্ত্বেও, তাও ছেড়ে দিয়েছি। রাজনীতিও ছেড়ে দিয়েছিলাম, যেভাবে 1992-তে সবাই অমতে Standard Chartered-এর চাকরী ছেড়ে দিয়েছিলাম, নিজের মন যা বলছে তা 'মন দিয়ে' শুনে !! আজও একই বাবুল আছি ভেবে আনন্দে আছি”।

তিনি আরও বলেন, "কখনো স্বপ্নেও ভাবিনি, আমার কাজের প্রশংসা মমতা দিদির কাছ থেকে এসব - এবং উনি spontaneously তা বলেছিলেন একটি live Press Conference-এ যখন Live TV-তে 'ঘটনাটি' ঘটছে। My entire family was overwhelmed & very touched during that time of distress - আর তখন we were already reeling & suffering from the untimely death of mother in Corona। । । তারপর উনি অত্যন্ত স্নেহের শে ঙে বলেছেন "তুমি ভালো কাজ করেছো, রাজনীতি ছেড়োনা - বাংলার ছেলে বাংলার জন্য কাজ করো"। সে ভালোবাসার মর্যাদা দিতে মন চেয়েছিল, তা রাজনীতিতে ফিরেছি ! 12/13 ঘন্টা কাজ করি, বাকিটা সময় গান করি, পরিবারের সঙ্গে সঙ্গে সময় কাটাই, গাছ লাগাই, মায়ের স্মৃতিতে বানানো 'Bird Park-টার চারদিকে, পোষ্যদের সাথে সময় কাটাই আর ফুটবল খেলি। কাজ ভালো করলে মন ভালো থাকে, আর সেই আনন্দে গান ভালো হয়, আর গান ভালো হলে মন ভালো থাকে, আর সেই আনন্দে করে ভালো হয়। এই তো Life-এর Circle রাস্তা-ঘাটে, গঙ্গার ধারে, মাঠে ময়দানে প্রচুর মানুষের ভালোবাসা পাই - দারুন লাগে"।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.