দিল্লিতে মামেলুক দাস বংশের প্রতিষ্ঠাতা সুলতান কুতুবউদ্দিন আইবক ছিলেন অপুত্রক।"আইবক" কথাটির অর্থ---"ক্রীতদাস।" কুতুবউদ্দিনের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন তাঁর দত্তক পুত্র আরাম শাহ। ১২১১ খ্রিস্টাব্দে তাঁকে হত্যা করে দিল্লির সিংহাসন দখল করেন কুতুবউদ্দিনের ক্রীতদাস ইলতুৎমিস। কুতুবউদ্দিন তাঁর মেয়ের সঙ্গে ইলতুৎমিসের বিয়ে দেন।
১২১১ খ্রিস্টাব্দ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত ৪ বছর দিল্লির সুলতান ছিলেন ইলতুৎমিস। এরপর ছেলেরা অযোগ্য বলে পিতার ইচ্ছেয় দিল্লির সিংহাসনে বসেন তাঁর কন্যা রাজিয়া (১২০৫ -১২৪০ খ্রি: )। এরপর উচ্চপদস্থ রাজকর্মচারীরা তাঁকে সরিয়ে তাঁর ভাই বাহারামকে দিল্লির সিংহাসনে বসায়। এদিকে ১২৪০ খ্রিস্টাব্দে পূর্বতন সুলতান (সুলতানা নয়, রাজিয়া লিখতেন "সুলতান" ) রাজিয়াকে বিষ দিয়ে মেরে ফেলে তাঁরই এক আশ্রয়দাতা ভৃত্য।
এরপর সুলতান রাজিয়ার পর দিল্লির সিংহাসনে বসেন মুইজউদ্দিন বাহারাম (১২৪০-১২৪২ খ্রি: ), আলাউদ্দিন মাসুদ (১২৪২-১২৪৬ খ্রি: ), নাসিরউদ্দিন মাহমুদ (১২৪৬-১২৬৬ খ্রি: )। বহু বন্দি ভারতীয় ক্রীতদাসকে খোরাসানে নিজের নিকটজনের কাছে উপহার হিসেবে পাঠিয়েছিলেন সুলতান নাসিরউদ্দিন।
নাসিরউদ্দিনও ছিলেন অপুত্রক। ১২৬৫ খ্রিস্টাব্দে তাঁর শ্বশুর তথা সেনাপতি উলুঘ খান বলবন, "গিয়াসউদ্দিন বলবন" নাম নিয়ে দিল্লির সুলতান হোন। নির্মম, নিষ্ঠুর এক অত্যাচারী শাসক ছিলেন এই বলবন। তাঁর অত্যাচারের বিরুদ্ধে দোয়াব অঞ্চলের হিন্দুরা বিদ্রোহী হয়।
তার আগে সুলতান নাসিরউদ্দিনের সেনাপতি থাকাকালে ১২৬০ খ্রিস্টাব্দে সুলতান বলবন বিদ্রোহী হিন্দুদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন। ২০ দিন ধরে চলে গণহত্যা ও লুটপাট। এরপর বিদ্রোহীদের নেতৃত্বে থাকা দুশো জনকে বন্দি করে দিল্লিতে আনা হয়। তার পর সুলতানের আদেশে একশো জন বন্দিকে হাতির পায়ের তলায় ফেলে পিষে মারা হয় অথবা জল্লাদ দিয়ে হত্যা করানো হয়। একশো জন বন্দির জ্যান্ত চামড়া ছাড়িয়ে নেওয়া হয়। তার পর সেই চামড়ার খোলের ভেতরে খড় ভরে টাঙিয়ে রাখা হয় দিল্লির প্রতিটি ফটকে। দিল্লির লোকজন এরকম ভয়ংকর শাস্তির কথা এর আগে শোনেনি।
এ বিষয়ে ঐতিহাসিক উইল ডুরাণ্ট বলছেন, ---
"Another Sultan Bolban, punished rebels and brigands by casting them under the feet of elephants removing their skins, stuffing these with straw, and hanging them from the gates of Delhi."----The Story of Civilization, Page-461: Will Durant.
অর্থাৎ, বিদ্রোহী ও দস্যুদের হাতির পায়ের তলায় ফেলে বা জ্যান্ত চামড়া ছাড়িয়ে তার খোলের ভেতরে খড় ভরে দিল্লির ফটকে ঝুলিয়ে রাখতেন সুলতান বলবন।
আবার এ বিষয়ে ব্রিটিশ ঐতিহাসিক ভিনসেন্ট আর্থার স্মিথ জানাচ্ছেন, ---
"About a hundred met their death at the hands of the flayers, being skinned from head to foot; their skins were all stuffed with straw and some of them were hung over gate of the city-----Delhi remembered no punishment like this, nor had one ever heard such a tale of horror." ----The Oxford History of India, Page-240-241: V. A. Smith.
অর্থাৎ জল্লাদ দিয়ে হত্যা করানো হয়েছিল প্রায়একশো বন্দির, পা থেকে মাথা পর্যন্ত শরীরের চামড়া ছাড়িয়ে তার ভেতরে খড় ভরে টাঙিয়ে দেওয়া হয়েছিল দিল্লির ফটকগুলিতে। দিল্লিবাসী ইতিপূর্বে এ রকম ভয়ংকর শাস্তির শোনেনি।
তবুও হিন্দুদের পুরোপুরি দমন করা যায় নি। ১২৬০ খ্রিস্টাব্দের জুলাই মাসে বিদ্রোহী হিন্দুদের দমন করতে যে সামরিক অভিযান চালিয়েছিলেন, তার সম্ভাবনা হিন্দুরা কোনো কিছুই আগাম জানতে পারে নি।
এ বিষয়ে ঐতিহাসিক ভিনসেন্ট আর্থার স্মিথ জানাচ্ছেন, ---
"Even so a second stroke was needed, in July-1260. 'He fell upon the insurgents unawars, and captured them all, to the number of 12, 000 ---men, women and children----whome he put to the sward. Thanks be to God for this victory of Islam."-----The Oxford History of India, Page-241: V. A. Smith.
অর্থাৎ, ১২, ০০০ নারী-পুরুষ-শিশু বন্দি ও নিহত হলো। ওপরওয়ালার পরম করুণায় সম্ভব হয়েছে ইসলামের এই বিজয়। তাই তাঁকে ধন্যবাদ।
১২৬০ খ্রিস্টাব্দে বলবন তাঁর সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন, একজন জীবিত বন্দিকে ধরে আনতে পারলে তাকে দেওয়া হবে দুটি রূপোর টাকা আর বিধর্মীর মুণ্ডু কেটে আনলে মিলবে একটি রূপোর টাকা। এই পুরস্কারের লোভে বলবনের সৈন্যদের হাতে বহু হিন্দু বন্দি হয়, অনেকের প্রাণও যায়। ঐতিহাসিক ফেরিশতার লেখা থেকে সুলতান নাসিরউদ্দিনের সেনাপতি থাকাকালীন সময়ে উলুঘ খান বলবনের হাতে বহু বিধর্মী বন্দি হয়ে ক্রীতদাস হয়েছিল বলে জানা যায়।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
In publishing and graphic design, Lorem ipsum is a placeholder text commonly used to demonstrate the visual form of a document or a typeface without relying on meaningful content. Lorem ipsum may be used as a placeholder before final copy is available. test