খিলজি শাসনে দিল্লি: ক্রীতদাস তৈরির এক সহজ ঠিকানা

ভারতের ইতিহাস
delhi under khalji rule an easy address to make slaves
মামেলুক দাস বংশোদ্ভূত দিল্লির সুলতান নাসিরউদ্দিন মাহমুদের (১২৪৬-১২৬৬ খ্রি: ) পর তাঁর স্থলাভিষিক্ত হলেন ১৭ বছর বয়সী মুইজউদ্দিন কায়কোবাদ। পরে ১৭ বছরের কায়কোবাদকে হত্যা করে দিল্লির মসনদে বসলেন তাঁরই ৭০ বছর বয়সী সেনাপতি জালালউদ্দিন খিলজি। এভাবেই মামেলুক দাস বংশের পর দিল্লিতে শুরু হলো খিলজি বংশের শাসন।
ভারতে আসার আগে খিলজিরা আফগানিস্তানে বসবাস করতো। আফগানিস্তানের আফগান বসতি 'কালাত-ই-খিলজি' থেকে এই বংশের নাম 'খিলজি' হয়েছে। এই খিলজি বংশ সাধারণভাবে 'তুর্কো-আফগান' বলে পরিচিত।

খিলজি বংশের প্রতিষ্ঠাতা সুলতান জালালউদ্দিন খিলজি ১২৯০ থেকে ১২৯৬ খ্রিস্টাব্দ পর্যন্ত দিল্লি শাসন করেন। এই সময়কালে হিন্দুরা বিদ্রোহী হয় এবং সুলতানের আদেশে নির্মমভাবে এই বিদ্রোহ দমন করা হয়েছে। সেই সঙ্গে রাজ‍্যসীমা বাড়াতে চলে নিষ্ঠুর সামরিক অভিযান। এ বিষয়ে আমীর খসরু লিখছেন, হিন্দু দেব-দেউল ধ্বংস করে, লুটপাট ও ক্রীতদাস সংগ্রহ করে একটি 'স্বর্গের নরক' তৈরি করেন সুলতান জালালউদ্দিন খিলজি। ---তথ্যসূত্র: Theory and Practice of Muslim State in India, Page-366-375, The Legacy of Jihad, Page-456: (Edited) A.G. Bostam.

পিতৃব‍্য জালালউদ্দিন খিলজিকে হত্যা করে দিল্লির মসনদ দখল করেন আলাউদ্দিন খিলজি। তাঁর রাজত্বকাল ১২৯৬-১৩১৬ খ্রিস্টাব্দ। ঐতিহাসিক ইসামী ও বারণীর লেখা থেকে জানা যায়, ১২৯৯ খ্রিস্টাব্দে গুজরাটে এক বড়ো ধরণের সামরিক অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে ধনসম্পদ লুট করেন এবং সেই সঙ্গে ২০ হাজার সুন্দরী তরুণীকে বন্দি করে ক্রীতদাসী করেন সুলতান আলাউদ্দিন খিলজি।
এরপর সুলতান আলাউদ্দিন খিলজির চিতোর আক্রমণ এবং সেখানকার রাজপুত রাণা রতন সিংহের সুন্দরী রাণী পদ্মিনীর কথা আজও একটি মিথ্। অন্যদিকে, সুলতান আলাউদ্দিন খিলজির আমলে যথেচ্ছভাবে ক্রীতদাস ধরা হয়েছিল। ঐতিহাসিক বারণী জানাচ্ছেন, দিল্লির দাস বাজারে দলে দলে হরদম নতুন নতুন ক্রীতদাসদের আনা হতো সুলতান আলাউদ্দিন খিলজির আমলে।
আবার আমীর খসরু লিখছেন, তুর্কিরা ইচ্ছে মতো যে কোনো হিন্দুকে ধরতে, কিংবা কেনা-বেচা করতে পারতো। ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফিফ এবং জিয়াউদ্দিন বারণী বলছেন, সুলতানের ব‍্যক্তিগত কাজকর্মের জন্য নিয়োজিত ছিল ৫০ হাজার ক্রীতদাস বালক, প্রাসাদের কাজে বহাল ছিল ৭০ হাজার ক্রীতদাস।
--তথ্যসূত্র: The Theory and Practice of Muslim State in India, Page-48: K. S. Lal.
এ থেকে শাসকের মদতে তখন এ দেশে ক্রীতদাস তৈরি কতটা সহজ ও স্বাভাবিক ঘটনা ছিল, তা বোঝা যায়। আর সেই সব হতভাগ্য ক্রীতদাসদের জীবনের চোখের জলের হিসেব সকলের অগোচরেই হারিয়ে গিয়েছে।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.