জাহাঙ্গীরের শাসনে হিন্দুস্থান: শিখগুরু অর্জুনের মৃত‍্যুদণ্ড

ভারতের ইতিহাস
hindustan under the rule of jahangir death sentence of sikh guru arjan
হিন্দুস্থানের তৃতীয় মোগল সম্রাট আকবরের মৃত্যুর পর দিল্লির সিংহাসনে বসেন তাঁর পুত্র জাহাঙ্গীর (১৬০৫-১৬২৮ খ্রি: )। আকবর নিজে হিন্দু রাজপুত কন্যা বিয়ে করেছেন এবং পুত্রদের সঙ্গেও রাজপুত কন্যার বিয়ে দিয়েছেন। সেই সব রাজপুত কন্যারা মোগল হারেমে থেকেও ধর্মান্তরিত হোননি, নিজেরা স্বাধীনভাবেই স্বধর্ম পালন করে গেছেন।
কিন্তু আকবরের প্রবর্তিত "দ্বীন ইলাহী" ধর্মমতের "সুলহী-কুল" অর্থাৎ পরধর্ম সহিষ্ণুতাকে বিসর্জন দিয়ে ইসলাম প্রচারেই মনোযোগ দেন জাহাঙ্গীর। যদিও জাহাঙ্গীরের জননী ছিলেন এক রাজপুত নারী, কিন্তু তথাপি জাহাঙ্গীরের মধ্যে হিন্দু বিদ্বেষ প্রবলভাবে দেখা গেছে। এ বিষয়ে "ইন্তিখাব-ই-জাহাঙ্গীর শাহী"-তে বলা হচ্ছে, গুজরাটের একটি অনুপম জৈন মন্দির ধ্বংস করে সেখান থেকে জৈনদের তাড়িয়ে দেবার আদেশ দেন তিনি এবং ওই মন্দিরের মূর্তিগুলিকে মসজিদের আসা-যাওয়ার পথে রাখার নির্দেশ দেন, যাতে মসজিদে আসা-যাওয়ার পথে লোকজন সেগুলি পায়ে মাড়িয়ে যেতে পারে।
জাহাঙ্গীর নিজেই তাঁর আত্মজীবনী লিখেছেন, নাম---"তুজুক-ই-জাহাঙ্গীরী।" সেখানে জাহাঙ্গীর লিখছেন, বাংলার প্রজারা খাজনা দিতে না পারলে তাদের সন্তানদের খোজা করে শাসনকর্তাকে দিতো।

এ প্রসঙ্গে ঐতিহাসিক কে. এস. লালের পর্যবেক্ষণ, ---

জাহাঙ্গীরের একজন উচ্চ পদস্থ কর্মচারী সৈয়দ খান চাঘতাই একাই ছিলেন ১২০০ খোজা করা ক্রীতদাসের মালিক। শুধু তাই নয়, ১৬১৯-২০ খ্রিস্টাব্দে জাহাঙ্গীর ২ লক্ষ বন্দি ক্রীতদাসকে বিক্রির জন্য পাঠিয়েছিলেন ইরানের দাস বাজারে। জাহাঙ্গীরের সঙ্গে শিখদের সম্পর্ক নষ্ট হয়। শিখদের পঞ্চম গুরু ছিলেন গুরু অর্জুন (১৫৮১-১৬০৬ খ্রি: )। পিতা জাহাঙ্গীরের বিরুদ্ধে বিদ্রোহী হোন তাঁর পুত্র খসরু। খসরুর সঙ্গে গুরু অর্জুনদেবের আগে থেকেই পরিচয় ছিল। তাই জাহাঙ্গীর বিদ্রোহী পুত্র খসরুর বিরুদ্ধে ব‍্যবস্থা নিলে তিনি কাবুলে পালিয়ে যান। তবে তার আগে খসরু সাহায্য প্রার্থনা করেন গুরু অর্জুনের কাছে। খসরুর আর্থিক অবস্থা তখন খুবই শোচনীয়। এ অবস্থায় গুরু অর্জুনদেব তাঁকে ৫ হাজার টাকা সাহায্য দেন।
---তথ্যসূত্র: হিস্ট্রি অব্ জাহাঙ্গীর: বেণী প্রসাদ।
এই ঘটনায় জাহাঙ্গীরের রোষানলে পড়েন শিখ গুরু অর্জুনদেব। এদিকে বিদ্রোহী পুত্র খসরুকে বন্দি করেন জাহাঙ্গীর এবং খসরুর সমর্থকদের কঠোর সাজা দেন। সেই তালিকায় গুরু অর্জুনদেবের নাম ছিল।

গুরু অর্জুনদেবকে শাস্তি দেওয়ার বিষয়টি জাহাঙ্গীর নিজেই তাঁর আত্মজীবনীতে জানাচ্ছেন, ---

বিয়াস নদীর তীরে গোবিন্দলে (Govindwal) অর্জুন নামে এক হিন্দু সাধু থাকে। ...পশুপালক ও মুর্খের দল তার শিষ্য হয়েছে। তিন-চার পুরুষ ধরে চলে আসা এই ব‍্যবসার এখন বেশ রমরমা। অনেকদিন থেকেই ভাবছি, তার এই ব‍্যবসা হয় বন্ধ করতে হবে, অন‍্যথায় তাকে ইসলাম কবুল করাতে হবে। তাকে দরবারে হাজির হতে আদেশ দিলাম। তার শাস্তি ঠিক হলো ২ লক্ষ টাকা জরিমানা এবং সেই সঙ্গে তাদের ধর্মগ্রন্থের কয়েকটি শ্লোক মুছে দিতে হবে। অর্জুন রাজি না হলে তার ঘরবাড়ি ও পুত্রদের মুরতাজ খানের হাতে তুলে দেওয়া হলো এবং তাকে যন্ত্রণা দিয়ে হত্যা করার আদেশ দেওয়া হলো।

এ বিষয়ে গুরু অর্জুনদেবের সমসাময়িক লেখক মহসীন ফেনীকে উদ্ধৃত করে ঐতিহাসিক ড: রমেশ চন্দ্র মজুমদার জানাচ্ছেন, ---

"Mohsin Feni writes that Guru Arjun was tied in the burning sun over hot sand and was tortured. The severest heat of May overhead, hot sand under him and boiling water thrown on his naked body caused blisters all over."----The History and Culture of The Indian People---The Mughal Empire, Page-309: R.C. Majumder.

অর্থাৎ, মে মাসের প্রখর রোদে গরম বালির ওপর খুঁটির সঙ্গে বাঁধা হলো তাঁকে। তারপর তাঁর খালি গায়ে ফুটন্ত গরম জল ছিটিয়ে দেওয়া হলো আর এর ফলে চামড়া ঝলসে গিয়ে দগদগে ঘা হয়ে গেল গোটা শরীরে।
এভাবেই মাত্র ৪২ বছর বয়সী পঞ্চম শিখ গুরু অর্জুনদেবের মৃত্যু হলো। তারিখটি ছিল ১৬০৬ খ্রিস্টাব্দের ৩০ শে মে।
তবে মৃত্যুর আগে গুরু অর্জুন তাঁর নাবালক পুত্র হরগোবিন্দকে বলে যান, ---

"Let him sit fully armed on his throne and maintain an army to the best of his ability."----The History and Culture of The Indian People----The Mughal Empire, Page-310: R.C. Majumder.

অর্থাৎ, অস্ত্র হাতে বসবে আসনে এবং রাখবে সুদক্ষ সেনাবাহিনী। পিতার শেষ আদেশ অক্ষরে অক্ষরে মেনে চলেছিলেন পরবর্তী শিখ গুরু---গুরু হরগোবিন্দ। সে কথা আগামী পর্বে।

তথ্যসূত্র:

1) The History and Culture of The Indian People---The Mughal Empire: R.C. Majumder.
2) The Legacy of Jihad: A.G. Bostom.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.