মহম্মদ বিন তুঘলকের মৃত্যুর পর দিল্লির মসনদে বসেন ফিরোজ শাহ তুঘলক। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারণী তাঁকে "দয়ালু" সুলতান বলে উল্লেখ করেছেন। এর কারণ, তিনিই প্রথম বহিরাগত মুসলমানদের বিরোধিতাকে অগ্রাহ্য করে ধর্মান্তরিত ভারতীয় মুসলমানদের নিজের সেনাবাহিনীতে নিয়োগ করেছিলেন।
ক্রীতদাস সংগ্রহে ভীষণরকম ঝোঁক ছিল সুলতান ফিরোজ শাহ তুঘলকের। এজন্য বিধর্মীদের ক্রীতদাস তৈরিতে জোর দিয়েছিলেন তিনি। এ বিষয়ে ঐতিহাসিক শামস-ই-সিরাজ আফিফি জানাচ্ছেন, তিনি তাঁর প্রাসাদে ১৮ হাজার ক্রীতদাস বালক সংগ্রহ করেছিলেন। পূর্বতন সুলতান মহম্মদ বিন তুঘলকের মতোই তিনিও সারা বছর ধরে হাজার হাজার ছেলে-মেয়ে আটক করতেন এবং পবিত্র ঈদের দিন তাদের বিয়ে দিতেন।
ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ জানাচ্ছেন, ---
"The Sultan was very diligent in providing slaves, and he carried his care so as to command his great fief holders and offeicers to capture slaves whenever they were at war, and to pick out and send the best for the service of the court.-----Those chiefs who brought many slaves received the highest favour----About 12, 000 slaves became artisans of various kinds. Forty thousands were every day in readiness to attend as guards in the Sultana's equipage or at the palace. Altogether, in the city and in the various fields, there were 1, 80, 000 slaves-----. The slaves, of course, all became Muslims, and the proselytism thus effected probably was the chief reason why the sultan favoured the system."-----The Oxford History of India, Page-258: Vincent A. Smith.
অর্থাৎ, সেনাপতিদের প্রতি সুলতান ফিরোজ শাহের নির্দেশ ছিল, যতটা সম্ভব বেশি করে ক্রীতদাস সংগ্রহ করতে হবে। তারপর তাদের মধ্যে থেকে সেরা দলটিকে উপহার হিসেবে সুলতানকে দিতে হবে। এর জন্য বেশি সংখ্যক ক্রীতদাস সংগ্রহকারী দলের সেনাপতিদের দেওয়া হতো বিশেষ পুরস্কার। বিভিন্ন পেশাগত কাজে দক্ষ ১২ হাজার ক্রীতদাস ছিল সুলতানের। পাহারা ও প্রাসাদের বিভিন্ন কাজকর্মে নিয়োজিত ছিল ৪০ হাজার ক্রীতদাস। রাজধানী ও বিভিন্ন প্রদেশে ছিল মোট ১ লক্ষ ৮০ হাজার ক্রীতদাস। কালক্রমে পরিস্থিতির কারণে এইসব ইসলাম ধর্ম গ্রহণ করতো। এভাবে হিন্দুদের ধর্মান্তরিত করা সহজ বলে সুলতান ক্রীতদাস ব্যবস্থার পৃষ্ঠপোষক ছিলেন।
আবার আরেক ঐতিহাসিক উইল ডুরাণ্ট বলছেন, ---
"Firoz Shah invaded Bengal, offered a reward for every Hindu head, paid for 1, 80, 000 of them, raided Hindu villages for slaves."-----The Story of Civilization, Page-461: Will Durant.
অর্থাৎ, বাংলা আক্রমণ করে ফিরোজ শাহ প্রতিটি হিন্দুর কাটা মাথার জন্য ঘোষণা করেন নগদ পুরস্কার। এজন্য ১, ৮০, ০০০ হিন্দুর কাটা মুণ্ডুর জন্য তাঁকে দিতে হয়েছে নগদ মূল্য। হিন্দু ক্রীতদাসের জন্য বিভিন্ন গ্রামে তিনি হানা দিতেন।
ফিরোজ শাহ তুঘলকের পূর্ববর্তী সুলতানরা হিন্দু ব্রাহ্মণদের জিজিয়া কর থেকে রেহাই দিয়েছিলেন; কিন্তু সুলতান ফিরোজ শাহ তুঘলক মনে করেছিলেন, যেহেতু "ব্রাহ্মণরাই ছিল পৌত্তলিক চর্চার মূল", যেহেতু এই জিজিয়া তুলে দেওয়াটা ছিল "ধর্মীয় দিক দিয়ে ভুল।" আর তাই পুনরায় হিন্দু ব্রাহ্মণদের ওপর জিজিয়া ধার্য করা হয়েছিল। তবে কেউ ইসলাম ধর্ম নিলে তাকে জিজিয়া কর দিতে হতো না, উল্টে মূল্যবান উপহার দিয়ে তাকে অভিনন্দন জানানো হতো।
ঐতিহাসিক ভিনসেন্ট আর্থার স্মিথের পর্যবেক্ষণে এর ফলে বর্তমান মুসলিম জনসংখ্যার এক বিরাট অংশের মানুষ এভাবেই হিন্দু থেকে মুসলমান হয়েছে। আর উপহার দিয়ে ধর্মান্তরিত করার এই পদ্ধতি পরবর্তী শাসকরাও অনুসরণ করে চলেছেন।
ঐতিহাসিক স্মিথের ভাষায়, ---
"Such was the origin of a large part of the existing Muslim population. Several other sovereigns continued the process of conversion by bribery."-----The Oxford History of India, Page-259: V.A. Smith.
সুলতান ফিরোজ শাহ তুঘলক কতটা ধর্মান্ধ ছিলেন তা জানতে দুটো উদাহরণ দেওয়া যাক্। সুলতানের স্মৃতিকথা "ফতোয়া-ই-ফিরোজশাহী"-তে উল্লেখ করা হয়েছে, আমার আদেশে একজন উলেমা জনৈক মাধীকে (Mahdi) নিজের হাতে হত্যা করেছে। এই মহৎ কাজের জন্য পরকালে নিশ্চয়ই পুরস্কার মিলবে।
পরের ঘটনা ঐতিহাসিক ভিনসেন্ট আর্থার স্মিথের ভাষায়, ---
"I Ordered that the leaders of these people and promoters of this abomination abomination should be put to death. I forbade the infliction of any severe punishment on the Hindus in general, but I destroyed their idol temples and in stead there of raised mosques. The historian witnessed the burning alive of a Brahmin who had practised his rites in public."-----The Oxford History of India, Page-259: V.A.Smith.
অর্থাৎ, এই উৎসবের আয়োজক ব্যক্তি ও সমর্থকদের আমি প্রাণদণ্ড দিলাম। তাদের দেবমন্দির ভেঙে আমি সেখানে তৈরি করি মসজিদ। ঐতিহাসিক সাক্ষী, যে ব্রাহ্মণ প্রকাশ্যে এই ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেছেন, তাকে জীবন্ত পুড়িয়ে মারা হয়। এরপরেও তিনি "দয়ালু " সম্রাট!
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3
wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum
eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla
assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred
nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer
farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus
labore sustainable VHS.
In publishing and graphic design, Lorem ipsum is a placeholder text commonly used to demonstrate the visual form of a document or a typeface without relying on meaningful content. Lorem ipsum may be used as a placeholder before final copy is available. test