রাম রাজা নিহত হওয়ার পরে সুলতান বাহিনীর বিজয়নগর লুঠ

History of India
plunder of vijayanagar
বিজয়নগররাজ রাম রাজার নিহত হবার পর তাঁর সৈন‍্যদল ছত্রভঙ্গ হয়ে পড়ে। এই সুযোগে সুলতান বাহিনী হিন্দুদের পিছু ধাওয়া করে তাদের নির্বিচারে হত্যা করে। প্রায় ১ লক্ষ হিন্দু সৈন্যকে তারা হত্যা করে। তাদের রক্তে লাল হয়ে ওঠে কৃষ্ণা নদীর জল।
এরপর শুরু হয় বিজয়নগর লুঠ। অরক্ষিত রাজধানীতে ঢুকে অবাধে লুটপাট চালিয়ে সুলতান বাহিনী সোণা-রুপো, মূল্যবান রত্ন, হাতি-ঘোড়া, দাস-দাসী সবকিছুই হাতিয়ে নেয়। বিজয়নগরের অনুপম স্থাপত্য ধ্বংস করা হয়।

ইওরোপীয় ঐতিহাসিক রবার্ট শেওয়েলের ভাষায়, ---

"...from that time forward for a space of five months Vijaynagar knew no rest. The enemy had come to destroy, and they carried out their object relentlessly. They slaughtered the people without mercy, broke down the temples and places, and wreaked such savage vengeance on the abode of the kings, that, with the exception of a few great stone-built temples and walls, nothing now remains but a heap of ruins to mark the spot where once stately buildings stood. They demolished the status and even succeeded in breaking the limbs of the huge Narashimha Monolith. Nothing seemed to escape them. They broke up the pavilions standing on the huge platform from which the kings used to watch the festivals, and overthrew all the carved work... They lit huge fires in the magnificently decorated buildings forming the temple of Vitthalswami near the river, and smashed its exquisite stone sculptures. With fire and sword, with crowbars and axes, they carried on the day after day their work of destruction...Never perhaps in the history of the world has such havoc been wrought, and wrought so suddenly, on so splendid a city, teeming with a wealthy and industrious population."----A Forgotten Empire, Page-207-208: Robert Sewell.

অর্থাৎ, সেদিন থেকে দীর্ঘ পাঁচ মাস পর্যন্ত শান্তি কি জিনিস, তা জানতো না বিজয়নগর। শত্রু ধ্বংস করতে এসেছে এবং তা বিরামহীনভাবে তারা করেছে। নির্মম, নির্দয়ভাবে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। মন্দির ও সুউচ্চ অট্টালিকা ভেঙেছে। দু'একটি শক্ত পাথরের দুর্ভেদ্য মন্দির ও প্রাচীর ছাড়া আর কোনো কিছুর চিহ্নটুকুও নেই, রাজধানীর বুকে এমন বর্বর প্রতিহিংসা চরিতার্থ করেছে তারা। যে জায়গায় একসময় ছিল আকাশচুম্বী অট্টালিকা, সেখানে শুধুই রাশি রাশি স্তূপীকৃত ধ্বংসাবশেষ। ভেঙেছে অনবদ্য ভাস্কর্যের নিদর্শন মূর্তিগুলি।
এমনকি, একটিমাত্র পাথরে তৈরি বিশাল নৃসিংহদেবের চরণযুগলকেও ভেঙেছে তারা। আক্রমণকারীদের আক্রোশ থেকে কোনোকিছুই বাদ যায় নি। উঁচু মঞ্চের ওপর কারুকার্যমণ্ডিত যে মণ্ডপে দাঁড়িয়ে থেকে রাজা সমস্ত উৎসব দর্শন করতেন, সেটিও ভেঙেছে। নদীতীরবর্তী এলাকায় অবস্থিত জগৎ বিখ্যাত বিটলস্বামী মন্দির ও তার সংলগ্ন নান্দনিক প্রাসাদোপম অট্টালিকাগুলিও ভস্মীভূত করে দিয়েছে আক্রমণকারীরা। বহু মূল্যবান পাথরে খোদিত সুন্দর ভাস্কর্যগুলিও চূর্ণ করেছে তারা। তরবারি, কুঠার, শাবল ও আগুনের সাহায‍্যে দিনের পর দিন চলেছে এই ধ্বংসের তাণ্ডব। পৃথিবীর ইতিহাসে এর আগে এরকম একটি পরিশ্রমী, সুখী ও সচ্ছল অধিবাসীদের উন্নত সমৃদ্ধশালী জনপদকে হঠাৎ করে এমনভাবে সম্পূর্ণ ধ্বংস করা হয়নি।
তবুও এত ধ্বংসের পরেও বিজয়নগরের মাটিতে ইসলামী স্থাপত্যের কোনো স্থায়ী নিদর্শন গড়ে ওঠেনি। এর প্রথম কারণ, বিজয়নগরের পরবর্তী শাসকরা সাম্রাজ্য উদ্ধার করেছিলেন। দ্বিতীয়ত, বিজয়নগরে মুসলিম বসতি ছিল অনেক কম। তৃতীয়ত, ইতিমধ্যে পোর্তুগীজরা আরব সাগরে নিজেদের আধিপত্য বিস্তার করে এবং তারা আরব থেকে নতুন করে সেনা আমদানি বন্ধ করে দেয়।
এর ফলে দাক্ষিণাত‍্যসহ গোটা ভারতের মাটিতেই মুসলিম অধিকৃত রাজ‍্যগুলি শুধুমাত্র দুর্গবিশেষ হিসেবেই টিকে ছিল। পরবর্তীকালে এ দেশের হিন্দু শাসকরা সম্ভাব্য সব জায়গায় আক্রমণ চালিয়ে হারানো রাজ‍্য পুনরুদ্ধার করেছেন।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.