শাহজাদা আওরঙ্গজেব, গায়িকা জৈনাবাদী ও এক অসমাপ্ত প্রেম

ভারতের ইতিহাস
shahzada aurangzeb singer jainist and an unfinished love
২৬ বছর বয়সে ঘটে ঘটনাটা। শাহজাদা আওরঙ্গজেব একবার সংসার ছেড়ে বিবাগী হয়ে তপস্যা করতে পর্বতে চলে গিয়েছিলেন। পিতা শাহজাহান তাঁকে সেবার ফিরিয়ে এনেছিলেন। পরবর্তীকালে "মাসির-উল্-আলমগীরী"-তে তাঁকে "সিংহাসনারূঢ় দরবেশ" বলা হয়েছে। কিন্তু প্রথম যৌবনে কেমন ছিলেন গোঁড়া সুন্নি মুসলমান বাদশাহ "আলমগীর" ওরফে আওরঙ্গজেব? আজ জানাবো সে কথা।
ফার্সী ভাষায় মোগল সাম্রাজ্যের সম্ভ্রান্তবর্গের জীবনীর একটি অভিধান আছে, নাম---"মাসির-উল্-উমরা।" এর প্রথম খণ্ডের ৭৯০-৭৯২ পাতায় উল্লিখিত আছে, ---

"শাহজাদা আওরঙ্গজেবের মেসো মীর খলিল খাঁ-জমান্ খুব আগ্রহের সঙ্গে পার্থিব বিষয়ে লিপ্ত হতেন এবং আমোদ-প্রমোদ ভালোবাসতেন। মধুরকণ্ঠী সুন্দরীরা ও বিলাসিনী গায়িকাদের নিজের ঘরে রাখতেন। শোনা যায়, বিখ্যাত জৈনাবাদীকে শাহজাদা আওরঙ্গজেবের মেসো ভীষণ ভালোবাসতেন। এই জৈনাবাদী ছিলেন শাহজাদা আওরঙ্গজেবের এই মেসোর অন্তপুরচারিণী।"

এই জৈনাবাদী ছিলেন একজন ভালো গায়িকা এবং হাবভাবে অতুলনীয়া হৃদয়হারিণী। তাঁর পূর্ব নাম ছিল হীরাবাঈ। মোগল সম্রাটরা তাঁদের প্রিয় দাসীদের যে শহরে প্রথম গ্রহণ করতেন, সেই শহরের নামে ডাকতেন। এভাবেই শাহজাহানের দাসীর আকবরবাদী-মহল এবং আওরঙ্গজেবের দাসীর আওরঙ্গবাদী-মহল নামকরণ হয়েছিল। আর বুরহানপুরের অপর নাম জৈনাবাদ (ঘরের অলংকার) থেকে গায়িকা হীরাবাঈয়ের নাম হয় "জৈনাবাদী।"
১৬৫৩ খ্রিস্টাব্দে শাহজাদা আওরঙ্গজেব দ্বিতীয়বার দাক্ষিণাত‍্যের সুবাদার হয়ে সেখানে যান। একদিন শাহজাদা আওরঙ্গজেব বুরহানপুরের হরিণবাড়ী বাগানে প্রমোদ সহচরীদের নিয়ে ঘুরছিলেন। সঙ্গে ছিলেন দেওয়ান মুর্শিদকুলি খোরাসানি। ইনি বাংলার নবাব মুর্শিদকুলি নন। শাহজাদা আওরঙ্গজেবের আপন মেসো তথা সম্রাজ্ঞী মমতাজ মহলের ভগ্নিপতি মীর খলিল খাঁ-জমান তখন দাক্ষিণাত‍্যের মোগল তোপখানার দারোগা ছিলেন। শাহজাদা আওরঙ্গজেবের মাসীও সেখানে হাজির ছিলেন।
এই বাগানেই একটি ছোট্ট ঘটনায় শাহজাদা আওরঙ্গজেবের হৃদয় উদ্বেল হয়ে পড়লো। ঘুরতে ঘুরতে গায়িকা জৈনাবাদী কোনো রকম লজ্জা-সংকোচ না করে কাছেই একটি আমগাছ থেকে লাফ দিয়ে একটি আম পাড়লেন। আর তা দেখে কাছেই দাঁড়িয়ে থাকা শাহজাদা আওরঙ্গজেবের হৃদয় তোলপাড় করে উঠলো। তারপর লজ্জার মাথা খেয়ে জেদ করে মাসির কাছে জৈনাবাদীকে চেয়ে বসলেন।
দু'জনের প্রেমকাহিনী বাদশাহ শাহজাহানের কানেও পৌঁছে গেল। তা শুনে জ‍্যেষ্ঠ শাহজাদা দারাশুকো বাদশাহকে বললেন, ---
"এই ভণ্ড বদমাইশটা কি অদ্ভুত ধরণের তাপসব্রত ও সংযম শিখেছে দেখুন। মেসোর একটি দাসীর জন্য একেবারে উচ্ছন্নে গেছে।"
প্রসঙ্গত উল্লেখ্য, শাহজাদা আওরঙ্গজেবের বয়স তখন ৩৩ চান্দ্র বছর। ইতিমধ্যে তিনি ৩ পুত্র ও ৪ কন‍্যার পিতা হয়েছেন। আর এই সময়েই জৈনাবাদীর সঙ্গে আওরঙ্গজেবের প্রেমের ঘটনাটি ঘটে। কিন্তু অসময়ে যৌবনেই মৃত্যু হলো জৈনাবাদীর। প্রেয়সীর বিচ্ছেদ ব‍্যথায় ভীষণ কাতর হলেন আওরঙ্গজেব। আওরঙ্গাবাদ শহরের বড়ো পুকুরের কাছে কবর দেওয়া হলো জৈনাবাদীকে।
এই ঘটনায় অত্যন্ত অস্থির হয়ে পড়লেন আওরঙ্গজেব। মনের অস্থিরতা কাটাতে তিনি ঘোড়ায় চড়ে শিকারে বের হলেন। সঙ্গে ছিলেন তাঁর অনুচর মীর আশকরী আকিল খাঁ। তিনি একান্তে আওরঙ্গজেবকে বললেন, ---
"এ রকম শরীরে কি শিকারে যাওয়া ভালো হবে? "
আওরঙ্গজেব বললেন, ---
"নালাহা-এ-খানগী দিলরা তসল্লী-বখশ্ নীস্ত।
দর বেয়াবান্ মিতওয়াঁ ফরিয়াদ্ খাতরখব্বা: কর্দ্। ।"
অর্থাৎ, ঘরে কেঁদে সান্ত্বনা নাহি পাই।
তাই তো বনে কেঁদে হৃদয় জুড়াই। ।
শুনে অনুচর আকিল খাঁ এই কবিতাটি আওড়ালেন, ---
"ইষ্ক্ চে: আসান্ নমুদ্ ! আ: চে: দুষওয়ার্ বুদ্ !
হজর চে: দুষওয়ার্ বুদ ! ইয়াব চে: আসান্ গেরেফ‍ৎ !!"
অর্থাৎ, প্রেম ছিল কত যে সুখের,
দূর থেকে ভাবিনু।
কত কঠোর, কাছে এসে,
তা দেখিনু। ।
এ বিচ্ছেদ লাগিল কত কঠিন,
বুঝিলো তা হিয়া।
তারি তরে কত শান্তি যে পেল,
মোর প্রিয়া। ।
অবশেষে কাঁদতে কাঁদতে কবিতাটি মনে রাখলেন অসহায় শাহজাদা আওরঙ্গজেব ! প্রিয়ার সমাধিতেই শেষ হলো এ "প্রেম!"

তথ‍্যসূত্র:

1). The Oxford History of India: V.A. Smith.
2). প্রবাসী, ভাগ ৪, সংখ্যা ৭, কার্ত্তিক, সন ১৩১১: যদুনাথ সরকার।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.