ধ্বংসাবশেষের ওপর দাঁড়িয়ে আরবের সিন্ধু বিজয়

ভারতের ইতিহাস
the arab conquest of sind standing on the ruins
চেনাব নদীতীর থেকে হিন্দুকুশ পর্বত পযর্ন্ত বিশাল অঞ্চল জুড়ে একসময় হিন্দু রাজাদের আধিপত্য ছিল। আর এজন্য প্রায় তিনশো বছর ভারতের মাটিতে কোনো সফল বৈদেশিক আক্রমণ ঘটে নি। তবে এই দীর্ঘ সময়ে ভারতের হিন্দু রাজারা বাইরের শত্রুর সম্ভাব্য আক্রমণের কথা ভুলেই গিয়েছিলেন। তাই সীমান্ত সুরক্ষায় অবহেলা দেখা দিয়েছিল, যার পরিণতি হয়ে ওঠে ভারতে বিদেশি আক্রমণ এবং সিন্ধুতে আরব সাম্রাজ্যবাদের সূচনা।
খ্রিস্টিয় সপ্তম-অষ্টম শতাব্দীতে ভারতের পশ্চিম ও উত্তর-পশ্চিম অঞ্চলে অনেকগুলি শক্তিশালী হিন্দু রাজ‍্য ছিল, কিন্তু তাঁরা কেউই বিদেশি আরব আক্রমণের গুরুত্ব উপলব্ধি করতে পারেন নি। শক্তি-সামর্থ্য থাকলেও তাঁদের রাজনৈতিক দূরদর্শিতা ছিল না। তাই জোরদার প্রতিরোধ গড়েও তোলেননি তাঁরা। রুখে দাঁড়ালে ভারতের পশ্চিম সীমান্তের প্রবেশদ্বার আফগানিস্তানেই আরব শক্তিকে আটকে দেওয়া যেতো।
এমনকি, খ্রিস্টিয় নবম শতাব্দীর শেষার্ধে সিন্ধু ও মূলতানে দুটি মুসলিম রাজ‍্য আরব খলিফার প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবেই রাজত্ব করছিল। আশেপাশের হিন্দু রাজারা বিন কাশিমের অত‍্যাচার ও সিন্ধুরাজ দাহিরের মর্মান্তিক পরিণতির কথা মনে রাখেননি। তাঁরা ওই দুটি মুসলিম রাজ‍্যকে কোনোভাবেই বাধা দেন নি। এমনকি, আরব ও এদেশের ধর্মান্তরিত নব‍্য মুসলমানদের কাজকর্মে পর্যন্ত কোনো রকম হস্তক্ষেপ করেননি। আর এর ফলেই ভারতের মাটিতে আক্রমণ শানিয়েছে বিভিন্ন বিদেশি শক্তির দল। খ্রিস্টিয় একাদশ শতক থেকে শুরু হয় এদেশে একের পর এক মুসলমান আক্রমণ। আর তাদের সমর্থন জানিয়েছে ভারতের এইসব ধর্মান্তরিত নব‍্য মুসলমানরা।
৭১২ খ্রিস্টাব্দে বিন কাশিমের সিন্ধু দখল দিয়ে এ দেশের মাটিতে শুরু হয়েছিল যে ইসলামের জয়যাত্রা, তা কিন্তু দীর্ঘকাল স্থায়ী হয়নি। কারণ, আরবের মাটিতে খলিফার প্রভাব হ্রাস পেলে তার প্রতিক্রিয়া হয় ভারতেও। এ নিয়ে সিন্ধুর আরবদের মধ্যে শুরু হয় গোষ্ঠীদ্বন্দ্ব। সিন্ধু ও মুলতানের দুই মুসলিম শাসক আরব খলিফার কর্তৃত্ব অস্বীকার করে নিজেরা স্বাধীনভাবে চলতে থাকেন। ভারতের রাজপুত শক্তি দীর্ঘকাল ধরে এ দেশের ভেতরে মুসলিম আক্রমণ বার বার ব‍্যর্থ করে দিয়েছে। এর ফলে ভারতের একটি ছোট অঞ্চলের মধ্যেই এ দেশে আরব অধিকার সীমাবদ্ধ থেকে যায়।

এ বিষয়ে ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ বলছেন, ---

"Only a few settlements and a few families constitued the memorial of Arab conquest in India. The Arabs have left no legacy behind....language, architecture, art, tradition, customs and manners were little affected by them, and all that remained was the debries of ancient buildings, which proclaimed to the world the vandalism of their destroyers." ----History of Mediaeval India: Iswari Prasad, Page-67.

অর্থাৎ, কয়েকটি আরব পরিবার ও ক্ষুদ্র উপনিবেশ আরবদের ভারত বিজয়ের চিহ্ন হয়ে থাকলো। ....ভারতের ঐতিহ্য, স্থাপত্য, শিল্প, ভাষা, আচার-আচরণ, রীতি-নীতি বিন্দুমাত্র প্রভাবিত হয়নি আরব বিজয়ে। ভবিষ‍্যৎ প্রজন্মের জন্য কোনো উত্তরাধিকার রেখে যায়নি মুসলমানের সিন্ধু বিজয়‌। রুক্ষ ধ্বংসের ক্ষত চিহ্ন বুকে নিয়ে কিছু প্রাচীন সৌধের ধ্বংসাবশেষ পড়ে থাকলো তাদের বর্বরতার সাক্ষী হিসেবে।

একই কথা বলেছেন ঐতিহাসিক স্টেনলি লেনপুল। তাঁর ভাষায়, ---

"An episode in the history of India and Islam, a triumph without results."---Writings and Speeches: Dr. B.R. Ambedkar, Vol. 8, Page-66.

অর্থাৎ, মুসলমানের সিন্ধু বিজয় ভারতের ইতিহাসে কোনো স্থায়ী প্রভাব বিস্তার করতে পারে নি। তবে সাংস্কৃতিক প্রভাব বিস্তার করতে না পারলেও সিন্ধু বিজয় দিয়েই ভারতের মাটিতে যে আরব সাম্রাজ্যবাদের সূচনা হয়েছিল, পরবর্তীকালে তার জেরেই এ দেশে ইসলাম রাজধর্ম হিসেবে প্রতিষ্ঠিত হয়। কারণ, অন্য জাতির ভারত আক্রমণের মূল কারণ ছিল যেখানে অর্থনৈতিক ও রাজনৈতিক, সেখানে মুসলমানদের ভারত আক্রমণ ছিল ধ‍র্মীয় কারণ। তাই আরবদের সিন্ধু আক্রমণকে কেউ কেউ শাস্তিমূলক অভিযান বলে মনে করেন।

ড: আম্বেদকর বলছেন, ---

"But, there is no doubt that striking a blow at the idolatory and polytheism of Hindus and establishing Islam in India was also one of the aims of this expedition."---Writings and Speeches, Vol.8, Page-55: Dr.B.R. Ambedkar.

অর্থাৎ, হিন্দুধর্মের পৌত্তলিকতা ও বহুদেবত্ববাদের মূলে আঘাত করে ইসলামের প্রতিষ্ঠা করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।
এরপর বাইরের দেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক ও বাণিজ্যিক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয় এবং উদারতা হারিয়ে এক সংকীর্ণ মানসিকতা ঘিরে ধরে ভারতবাসীকে। ভারতীয় সমাজ ব‍্যবস্থাও ক্রমশ কঠোর হয়ে ওঠে। সতীদাহ থেকে বাল‍্য বিবাহের মতো ঘটনা ক্রমাগত ঘটতে থাকে এ দেশে।
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.