সিন্ধুতে ব‍্যর্থ প্রথম আরব অভিযান

ভারতের ইতিহাস
first failed arab expedition in indus
ভারতের পশ্চিম সীমান্তের দুটি ছোট রাজ‍্য---কাবুলিস্থান (কাবুল) ও জাবুলিস্থান (জাবুল) দীর্ঘ প্রায় দুশো বছর ধরে আরব আক্রমণ প্রতিহত করে নিজেদের স্বাধীনতা অক্ষুন্ন রেখেছিল। কাবুলিস্থান ও জাবুলিস্থানে বার বার ব‍্যর্থ হয়ে আরবরা সিন্ধু অভিযানে উদ্যোগ নেয়। ইতিমধ্যে আরব দুনিয়ায় শাসক বদল ঘটেছে। পারস্যকে দখলে এনেছে মুসলিম বাহিনী। ইরাকের শাসক তখন হাজ্জাজ। বোখরা, সমরকন্দ ও ফরঘানা প্রদেশকে নিজের সাম্রাজ্যভুক্ত করে কাশগড়ের চিন শাসকের সঙ্গে সন্ধি করেন তিনি। বলতে গেলে, পূর্বতন বিশাল পারস্য সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা এই হাজ্জাজ।

একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাজ্জাজ সিন্ধু আক্রমণ করেন। এর কারণ হিসেবে জানা যায়, সিংহলরাজ দুটি জাহাজে খলিফা ও হাজ্জাজের কাছে কিছু মূল্যবান উপহার সামগ্রী পাঠান। পথে দেবল বন্দরের কাছে জলদস্যুরা ওই দুটি জাহাজ লুট করে। আবার অন্য মতে, সিংহলে বাণিজ্য করতে গিয়ে কিছু আরব বণিকের মৃত্যু হয়। সিংহলরাজ দয়াপরবশ হয়ে ওইসব বণিকদের নিরাশ্রয় স্ত্রী-পুত্র-কন‍্যাদের দুটি জাহাজে চড়িয়ে হাজ্জাজের কাছে পাঠিয়েছিলেন। কিন্তু পথে দেবল বন্দরের কাছে জলদস্যুরা তা লুট করে।

তৃতীয় আরেকটি কারণ বলা হয়, ভারত থেকে ক্রীতদাসীসহ অন্যান্য জিনিসপত্র কেনার জন্য খলিফা তাঁর কয়েকজন অনুচরকে এ দেশে পাঠিয়েছিলেন। কিন্তু পথে সিন্ধুর কাছে জাহাজটিতে জলদস্যুরা লুটপাট চালায়।
এরপর হাজ্জাজ সিন্ধুরাজ দাহির সেনের কাছে এজন্য ক্ষতিপূরণ চেয়ে বসেন। দাহির জানিয়ে দেন, জলদস্যুদের ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই। তাই এক্ষেত্রে জলদস্যুদের শাস্তি কিংবা এজন্য কোনো ক্ষতিপূরণ তিনি দিতে পারবেন না।
এরপর হাজ্জাজ সিন্ধুরাজ দাহিরের বিরুদ্ধে সেনা অভিযানের প্রস্তুতি নেন। ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদের মতে, হাজ্জাজের একান্ত অনুরোধেই খলিফাও সে সামরিক অভিযানে অনুমতি দেন। শুরু হয় সিন্ধুরাজ দাহিরের সঙ্গে আরবের হাজ্জাজ বাহিনীর ঘোরতর যুদ্ধ। এই ভীষণ যুদ্ধে আরব সেনাপতি নিহত হোন এবং হাজ্জাজ বাহিনীর শোচনীয় পরাজয় ঘটে।

ঐতিহাসিক ঈশ্বরী প্রসাদ জানাচ্ছেন, ---

"But this Punitive expedition against Debal, which the khalifa had sanctioned at the soecal request of Hajjaj, failed and the Arab general who captained it was defeated and put to death by the Sindhians."

সিন্ধুর মাটিতে এভাবেই ব‍্যর্থ হয় আরবদের প্রথম অভিযান।

তথ্যসূত্র:

1) Reading in Political History of India: R.C.Majumder.
2) History of Mediaeval Inndia: Iswari Prasad.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.
Anim pariatur cliche reprehenderit, enim eiusmod high life accusamus terry richardson ad squid. 3 wolf moon officia aute, non cupidatat skateboard dolor brunch. Food truck quinoa nesciunt laborum eiusmod. Brunch 3 wolf moon tempor, sunt aliqua put a bird on it squid single-origin coffee nulla assumenda shoreditch et. Nihil anim keffiyeh helvetica, craft beer labore wes anderson cred nesciunt sapiente ea proident. Ad vegan excepteur butcher vice lomo. Leggings occaecat craft beer farm-to-table, raw denim aesthetic synth nesciunt you probably haven't heard of them accusamus labore sustainable VHS.